Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসুচী সফল করার লক্ষ্যে সৈয়দপুরে সভা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরে যুবকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সভায় জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের আওতাধীন সকল গ্রাহকদের প্রিপেইড মিটার দ্বারা বিদ্যুৎ চালু থেকে বিরত থাকতে একমত পোষণ করেন।
উপস্থিত গ্রাহকবৃন্দ মতামত ব্যক্ত করেন যে, দেশের প্রায় ৬৪ টি জেলার প্রায় ৭ শতাধিক উপজেলার মধ্যে এ পর্যন্ত কোন উপজেলায় এ সিস্টেম চালু হয়েছে বলে আমাদের জানা নেই। তাছাড়া সম্মিলিতভাবে দেশের কোনও শহরাঞ্চলে এ পর্যন্ত এরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। অতি উৎসাহী ও কৌশলী জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলীর এ উদ্যোগকে নাকচ করে, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং থেকে বিরত রাখতে কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানান।

আগামীকাল শনিবার বাদ মাগরিব সৈয়দপুর আলীয়া মাদরাসায় ওই ইউনিয়নের ‘‘প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে’’ মতবিনিময় সভায় সচেতন ওয়াপদা গ্রাহকদের উপস্থিত থাকতে অনূরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version