Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফরমালিনযুক্ত ফলে বাজার সয়লাব, দেখার কেউ নেই

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফরমালিনযুক্ত মৌসুমি ফলে বাজার সয়লাব হয়ে গেছে।
ফরমালিনযুক্ত ফলের মধ্যে রয়েছে আনারস, আম, কলা, আপেল, আগুর, লিচু, মাল্টা ও খেজুর। দীর্ঘদিন ফল ব্যবসায়ীরা ফরমালিনযুক্ত ফল বিক্রি করে এলেও এখনো পর্যন্ত বাজার মনিটরিং কমিটি অথবা ভেজালবিরোধী কোনো অভিযান নেই।

বুধবার বাজার ঘুরে দেখা গেছে, জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলারব সব ক’কটি হাটবাজারে ফরমালিনযুক্ত মৌসুমে ফলে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ফল বাজারে লক্ষ্য করা গেছে উপর থেকে আম সুন্দর দেখা গেলেও ভেতরে পচন দেখা গেছে। এসব আম খেয়ে মানুষ পেটের পীড়াসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারে বলে অনেকে দাবি করেন।

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন জানান, এ সপ্তাহে তিনি বাজারের আম কিনেন। আমগুেেলাতে এধরনের কেরেসিনের মতো দুর্গদ্ধ পাওয়া গেছে। তারা অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ফলের পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

তবে বাজারের কয়েকজন ফল ব্যবসায়ীর দাবী ফলে কোনো ধরনের ফরমালিন নেই। তারা সিলেট শ্রীঙ্গল থেকেসহ দেশের বিভিন্ন স্থানে থেকে আমসহ বিভিন্ন প্রকারের মৌসমী ফল ক্রয় করে বাজারে বিক্রি করেন। তারা জানান, আড়তধাররা যদি ফলে ফরমালিন দিয়ে থাকেন তাহলে আমরা জানি না। শুধুমাত্র কিনে এনে বিক্রি করেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

জগন্নাথপুর পৌরশহরের ফল ব্যবসায়ী দোলন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আমরা ফলে ফরমালিন দেই না। বিভিন্ন জাতের মৌসুমী ফল দেশের বিভিন্নস্থান থেকে ক্রয় করে স্থানীয় বাজারে বিক্রি করি। আড়তধাররা যদি ফলে ফরমালিন মেশায় তাহলে আমাদের জানা নেই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভেজাল মেশানো যে কোনো খাবার খেলে দীর্ঘদিন পরে হলেও এর উপসর্গ দেখা দেবে। এমকি কী ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভেজাল মেশানো ফল, তরকারি, মাছ, মাংসসহ কোনো কিছুই খাওয়া ঠিক নয়।

জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফল পরীক্ষা-নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র নেই আমাদের কাছে। ফরমালিন বা কার্বাইট পরীক্ষার মেশিন ৪/৫ দিনের মধ্যে আসবে। তখন অভিযানে নামব।

Exit mobile version