Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ কাটার আশংকায় থানায় জিডি দায়ের

 

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ কেটে দেওয়ার আশংকায় জগন্নাথপুর থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা নাসির উদ্দীন আহমদ এ সাধারন ডায়েরী (জিডি) দায়ের করেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা নাসির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাছে শিকারের জন্য দূর্বৃত্তরা বাঁধ কেটে দেওয়ার আশংকা দেখা দিয়েছে। জগন্নাথপুরেও অন্যান্যে বছরে এধরনের ঘটনা ঘটেছে। তাই বাঁধের নিরাপত্তার জন্য জিডি দায়ের করা হয়েছে।এছাড়াও বাঁধে পাহারাদার নিয়োজিত করা হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি মাছ শিকারের লোভে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে একটি বাঁধ কেটে দেয় দূর্বৃত্তরা। এ আতংক ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। ‍জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকায় সম্প্রতি উপজেলার মইয়ার হাওরের বেড়িবাঁধ কেটে দেওয়ার আশংকা কৃষকদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Exit mobile version