Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফাঁদে পড়ে খাঁচায় বন্দি মেছোবাঘ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফাঁদে পড়ে খাঁচায় বন্দি হয়েছে একটি মেছোবাঘকে আজ সোমবার দুপুরে বন বিভাগের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আমির আলীর ছেলে আবু সালেহ এর বাড়ির লোকজন বন বিড়াল ও শিয়ালের উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন। উৎপাত থেকে পরিত্রাণ পেতে বাড়ির আঙিনায় একটি লোহার বড় খাঁচা তৈরি করে স্থাপন করা হয়।  গতকাল রোববার সন্ধ্যার দিকে বাড়ির লোকজন মনে করে বন বিড়াল অথবা শিয়াল এসেছে। তাই খাঁচার দরজা খুলে ফাঁদ পাতেন। যখনই বাঘটি খাঁচায় প্রবেশ করে তখনই খাঁচার দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে দেখতে পান শিয়াল নয়, মেছোবাঘ ধরা পড়েছে। এ খবর পেয়ে জগন্নাথপুরের বন বিভাগের লোকজন ওই বাড়ি থেকে বাঘটি নিয়ে উপজেলা সদরে নিয়ে আসে।

জগন্নাথপুরের বন বিভাগের তদারক কর্মকর্তা জাকির হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মেছোবাঘটি উদ্ধার করে বন বিভাগের জেলা কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version