Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফি চক্ষু শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে চার্চ এন্ড উজল টুইজল ইউ-কের উদ্যোগে গতকাল শনিবার দিনভর এলাকার দরিদ্র অসহায় লোকজনকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসি রোটারিটান মো: হারুন মিয়া ও রোটারী ক্লাব অফ সিলেটের সার্বিক সহযোগিতায় এ উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য প্রবাসি রোটারিয়ান মো: হারুন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় এতে প্রধান অতিথির সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার হায়াতুল ইসলাম আখনজি। বিশেষ অতিথির বক্তব্য দেন রোটারিয়ান আব্দুল মুকিত, প্রফেসর সাব্বির আহমদ, রোটারিয়ান নজরুল ইসলাম, বিকাশ কান্তি দাস, আহমদ রশিদ চৌধুরী, মনসুর আহমদ, স্বরাজ বন্ধু দাস, তৈয়ব মিয়া কামালী, আবু তাহের রোহান, জুবেদ খান, আশরাফ মিয়া প্রমুখ। এসময় কদ্দুস কামালী, মুকিত কামালী, হাজী আব্দুল মনাফ, হাজী আব্দুল গনি, আব্দুর রাজ্জাক, আশরাফ কামালী. এলাইছ মিয়া, সামছুউদ্দিন কামালী, রায়হান কামালী শিম্মপু, ফারুক কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট জালালাবাদ আই হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের নেতৃত্ব এলাকার দরিদ্র অসহায় তিনশতাধিক ব্যক্তির মধ্যে চোখের চশমা, ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়া ১৪জন চক্ষু রোগিকে বিনা মুল্যে অপারশেন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

Exit mobile version