Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফুটপাত ও যানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযান

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌরশহরে ফুটপাত ও যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কার্য্যালয় সুত্রে জানা যায়, পৌরশহরের সবজিবাজার, জগন্নাথপুর পুরাণ বাজার, মুক্তিযোদ্ধা সংসদ মোড়সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান পাট বসিয়ে দীর্ঘদিন ধরে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সকাল ১১ টা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত এসব স্থানে অভিযান চালিয়ে ফুটপাত দখল ও যানজট মুক্ত করেন। এ সময় শতাধিক দোকান পাট উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। জগন্নাথপুর থানা পুলিশের একটিদল অভিযানে সর্বক্ষনিক সহযোহিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, শহরকে পরিবেশবান্ধব, ফুটপাত ও যানজট মুক্ত করতে আমরা অভিযান চালিয়ে। এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version