Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশন লীগের সেমিফাইনালে জুয়েল এফ সি সেমিফাইনালে, বিদায় সোনাপুর এফ সির

রুমানুল হক রুমেন :: ১৪তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশন লীগ এর আজকে (মঙ্গলবার) কোয়ার্টার ফাইনালে শক্তিশালী তারকাখচিত সোনাপুর এফ সির মোকাবিলা করে তারুন্য নির্ভর জুয়েল এফ সি ইকড়ছই। খেলার শুরুতেই আক্রমন পাল্টা আক্রমণে খেলাটি জমে উঠে। তবে কোন দলই গোলের সেরকম সুযোগ তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা অমিমাংসিতভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জুয়েল এফ সির তরুন খেলোয়াড়দের একের পর এক আক্রমনের কাছে অসহায় হয়ে পরে সোনাপুর এফ সির তারকা খেলোয়াড়েরা। জুয়েল এফ সির ট্যাকটিসের কাছে আর পেরে উঠেনি প্রায় অর্ধলক্ষ টাকার সোনাপুর এফ সি।এর ফল ও আসে হাতেনাথে। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় জুয়েল এফ সির রুবেল যিনি বাংলাদেশ পুলিশবাহিনীর সদস্য তার মধ্যমাঠ থেকে নেওয়া আচমকা দূরপাল্লার শট বিপক্ষ দলের গোলকিপারের হাত ফসকে বল ঝালে ঢুকে। ১ – ০ গোলে এগিয়ে যায় জুয়েল এফ সি। গোলের পর মরিয়া হয়ে আক্রমনে উঠে সোনাপুর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উল্টো মাথা গরম করে খেলে সোনাপুর এফ সির ৫জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়। খেলা শেষ হওয়ার পর সোনাপুরের খেলোয়াড়েরা রেফারির সাথে তর্কে জড়িয়ে পরে। সাথে সাথে ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা এসে পরিস্হিতিতীর সামাল দেন। খেলায় ১-০ গোলের জয় পায় জু্য়েল এফ সি ইকড়ছই।আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমতিত রেফরী মাহবুবুর রহমান মাহবুব,আবু কাওছার ও হিরা।
আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখামুখি হবে
ইকড়ছই ফুটবল একাডেমী বনাম শাহারপাড়া এফ সি সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো

Exit mobile version