Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফেরি পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেরি পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার জগন্নাথপুরের ইউএনে মাহফুজুল আলম মাসুমের নিকট পরিবহন শ্রমিকরা লিখিতভাবে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।
অভিযোগ পত্র ও শ্রমিক সুত্রে জানা যায়, আব্দুস সামাদ আজাদ মহাসকড়ের (পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক) রানীগঞ্জ রাজারস্থ কুশিয়ারা নদীর ওপর ফেরি পারাপারে বেশ কিছুদিন ধরে রাত ৮টার পর থেকে বিভিন্ন যানবাহন থেকে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি সিএনজিচালিক অটোরিকশা থেকে দশ টাকার পরিবর্তে দুইশত টাকা ও প্রতিটি ট্রাক থেকে একশত টাকার পরির্বতে পাঁচশত টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এছাড়াও মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এব্যাপারে জগন্নাথপুর উপজেলা মাইক্রোবাস, ট্রাক,সিএনজি শাখার শ্রমিকদের সাক্ষরিক লিখিত একটি অভিযোগ পত্র জগন্নাথপুরের ইউএনও’র নিকট দায়ের করা হয়েছে।
উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক রুনু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রানীগঞ্জ ফেরি পারাপারে প্রতিদিন ঢাকাসহ সিলেটের বিভিন্ন অঞ্চলে শত শত যানবাহন চলাফেরা করে। সাম্প্রতিককালে হঠাৎ করে ফেরি পারাপারে অতিরিক্ত ভাড়া আমাদের নিটক থেকে আদায় করা হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আমরা আবেদন করেছি।
এব্যাপারে রানীগঞ্জ ফেরি সার্ভিস’র ইজারাদার আব্দুল কাসেমের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম অভিযোগ পত্রের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version