Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফেসবুকে মিথ্যাচারের মামলায় স্টেটাসের কমেন্টকারীদের খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত দ্বিতীয় মামলার আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ এঘটনার সাথে জড়িত ফেসবুক স্টেটাসের কমেন্টকারীগনের বাড়িতে অভিযান চালিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল কাদির বলেন, ফেসবুকে মানহানীকর মিথ্যা বিভ্রান্তিকর স্টেটাসের সাথে সহমত পোষন করে যারা কমেন্ট দিয়েছেন তাদেরকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। কিছু কিছু কমেন্ট রয়েছে যা এধরনের অপরাধকে উৎসাহিত করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, আমরা এই মামলাকে গুরুত্বের সহিত দেখছি। কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭/২ ধারার মামলা এটি। তিনি বলেন, সাম্প্রতিককালে ফেসবুকে বিভিন্ন স্টেটাসের মাধ্যমে মানহানিকর ঘটনাবৃদ্ধি পাওয়ায় পুলিশকে আইনি পদক্ষেপ নিতে হচ্ছে। উল্রেøখ্য সোমবার রাতে জগন্নাথপুর থানায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আমবাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মোঃ সায়েক আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পর জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়েছে। এঘটনার সাথে সম্পৃক্ত ফেসবুক স্টেটাসের কমেন্টকারীদের বাড়িতে মঙ্গলবাররাতে পুলিশ অভিযান চালিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ আসামি ধরতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, যারা কমেন্ট দিয়ে এধরনের অপরাধকে উৎসাহিত করেছেন তাদেরকে তদন্তক্রমে আইনের আওতায় আনা হবে।

Exit mobile version