Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফেসবুকে মেয়ের ছবি‘ভাইরাল’ নিয়ে সংঘর্ষে আহত ১৫

ফেসবুকে এক মেয়ের ছবি আপলোড করাকে কেন্দ্র করে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া একই এলাকার লেবুর মিয়ার মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। এবিষয়টি গতকাল রোববার রাতে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। আজ লেবু মিয়া সাব্বিরের ভাই লিটনকে বিষয়টি জানালে এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে এতে দু’পক্ষের ১৫জন আহত হন। আহতরা হলেন সিরাজ মিয়া (৬০), লেবু মিয়া (৪০), আখকাছ মিয়া (৪২), সাব্বির মিয়া (৩০) লিটন মিয়া (৩৫), ছবির মিয়া(২৫), সুজন মিয়া (৪০), আক্কাছ আলী (৩৯), মালকাছ আলী(২৮), গোলাপ আলী(৬০) ও চানু মিয়া (২৫)। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেসবুকে একটি মেয়ের ছবি আপলোড করা নিয়ে লেবু মিয়া ও সিরাজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version