Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বই উৎসবে মন্ত্রী এম এ মান্নান- বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠনে কাজ করছে

স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠনে কাজ করছে। তাই বছরের প্রথমদিনে ৩৬ কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত করছে। তিনি বলেন, ভোটের জন্য নয় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সরকারের এসব মহতি উদ্যোগকে ভালভাবে দেখছে না একটি কুচক্রি মহল। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি রবিবার সকালে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন,

পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জেলা পরিষদেও নবনির্বাচিত সদস্য মাহতাবুল হাসান সমুজ, প্যানেল মেয়র সফিকুল হক কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ এছাড়া মন্ত্রী উপজেলা সদরের আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করতে গেলে বিদ্যালয়ওে শিক্ষক বাপ্পি রানী দে এর নের্তৃত্বে শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষক অনন্ত পালের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাউড়া উচ্চ বিদ্যালয় সর্বশেষ খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু শিক্ষক ফররুখ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম উপস্থিত ছিলেন।

Exit mobile version