Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জগন্নাথপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল আহাদ’র সহধর্মিনী নাহিদ আফরোজ সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম ও তাঁর সহধর্মিণী জনাব সারা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকতার জাহান সাথী প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের নিচতলার সিঁড়ি থেকে ইউএনও’র কার্যালয়ের সম্মুখ পর্যন্ত দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধু, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলনের অংশ নেয়া বীর সন্তানদের ছবি সাঁটানো হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণও রয়েছে। জগন্নাথপুরে প্রথমবারের মতো এধরনের কর্ণার স্থাপন করা হয়েছে।
এরপূর্বে জেলা প্রশাসক আব্দুল আহাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানবতার দেয়াল ও সন্ধ্যায় পৌর এলাকার কেশবপুরে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের বাড়ি পরিদর্শন করেন।

Exit mobile version