Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বনিক সমিতির উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজহারুল হক ভূঁইয়া :: জগন্নাথপুর বাজার বনিক সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে মধ্যবাজার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার বনিক এবং বর্তমান সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,শিমুলবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,জগন্নাথপুর থানার ওসি ( তদন্ত) আশরাফুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, যুক্তরাজ্য লীডস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা বজলুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী শশী কান্ত গোপ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া।
পরে ১৫ই আগষ্ট শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আবদার হোসেন ভুঁইয়া, হাজী হারুন মিয়া, খোকন সুত্রধর, শফিক মিয়া, আব্দুল হাসিম, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। পরে বাজারের ব্যবসায়ী ভূলন রায় ও মানস রঞ্জন রায় মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Exit mobile version