Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্দুক যুদ্ধের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের, দুইশতাধিক আসামি

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ইসহাকপুরের বদরুল ইসলামের পক্ষের দিলশাদ মিয়া বাদী হয়ে যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণিকে প্রধান আসামিকে করে ১১২ জনের নামে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, গত শুক্রবার উস্তার গণির পক্ষের নুর উদ্দিন বাদী হয়ে বদরুল ইসলামকে প্রধান আসামী করে ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশী গ্রেপ্তারি এড়াতে ইসহাকপুর এলাকায় এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় দুইপক্ষ থেকে মামলা করা হয়েছে। এরমধ্যে চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বদরুল ইসলাম ও উস্তার গণির পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ২৫ জন গুলিবদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। এরমধ্যে ২৩জনকে সিলেট ওসমানিতে ও অপরজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন
Exit mobile version