Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্ধ হয়ে গেল নিত্যপন্যের দোকানপাট, খোলা থাকবে ঔষধের দোকান

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরমুখী করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ হয়ে গেছে সবজি বাজার, মুদি দোকান, বাজারসহ সবধরনের দোকানপাট। তবে একমাত্র ঔষধের দোকান খোলা থাকবে।

আজ শুক্রবার বিকেল তিনটার পর থেকে নিত্যেপনের এসব দোকান বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল আট থেকে বিকেল তিন টা পর্যন্ত নিত্যপন্যের দোকান খোলা থাকবে। বিকেল তিনটার পর থেকে সকাল আট টা পর্যন্ত বন্ধ
থাকবে।

জগন্নাথপুর পৌরশহরের প্রধান সবজি বাজার সমিতির সভাপতি তাজুউল্লা জানান, সরকারী নির্দেশে আমরা বিকেল
তিনটার পর থেকে সবজির দোকান বন্ধ করে দিয়েছি।তবে সবজি বেচাকেনার সময়সীমা নিতান্ত কম হওয়ার কারণে
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, করোনার সংক্রমন এড়াত সামাজিক দুরুত্ব নিয়ন্ত্রন রাখতে উপজেলা করোানাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে মোতাবেক এখন থেকে সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিত্যপন্যের দোকান খোলা থাকবে। তবে ঔষধের দোকান খোলা থাকবে। করোনার রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘর থাকার জন্য সবার প্রতি তিনি আহবান জানিয়েছেন।

Exit mobile version