Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্যায় প্লাবিত নতুন নতুন এলাকা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) পানি বেড়েছে নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি, দাসনাঁও ও হরিণাকান্দি গ্রামে। এসব গ্রামের অন্তত ৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য রনধীর দাস নান্টু।

জানা গেছে, আজ মঙ্গলবার জগন্নাথপুর-চিলাউড়া সড়কের পৌর এলাকার যাত্রাপাশা এলাকার কিছু অংশে পানি উঠেছে। এছাড়াও শেরপুর ও যাত্রাপাশা এলাকায় ২০ থেকে ২৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এদিকে গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। এর মধ্যে এসব এলাকার দুই শতাধিক পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এসব এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Exit mobile version