Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্যা মোকাবিলায় করনীয় শীর্ষক সভায় ত্রাণ তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে আকস্মিক বন্যা মোকাবেলায় করনীয় শীর্ষক এক জরুরি  মতবিনিময় সভা  বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার

কক্ষে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর,উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইয়াসির আরাফাত বলেন,গতকাল থেকে বৃষ্টি থামলেও পাহাড়ি ঢলের পানি আসায় বন্যা পরিস্হিতি অবনতি হয়েছে। আমরা পরিস্হিতি মোকাবিলায়,সবাইকে নিয়ে সভা করে  ত্রাণ তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version