Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বসতবাড়িতে আগুন, দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৯ মে) ভোরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা দৈনিক যায়যায়দিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে আগুন লেলিহান শিখা দেখতে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুঁটে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালাল। এক পর্যায়ে উপজেলা সদর থেকে জগন্নাথপুর ফাসার সার্ভিস এর একটি ইউনিট আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে বসতবাড়ির দুইটি কক্ষে আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ঘরে থাকা আসবাসপত্র পুড়ে গেছে।

সংবাদিক জুয়েল আহমদ জানান, প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে ওঠে দেখি বসতঘরে আগুন ছড়িয়ে পড়েছে। জগন্নাথপুরের ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের সহযোগিতায় আগুনে নেভানো হলেও ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমি ধারনা করছি পূর্ব পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার নব কুমার সিংহ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

Exit mobile version