Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ‘বহিরাগত” সনাক্তকারীদের মধ্যে ১৪ জনের অস্তিত্ব পায়নি প্রশাসন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুয়া নাগরিক সেজে সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগত ২৫ জন কে সনাক্ত করেছে স্হানীয় প্রার্থীরা। এরমধ্যে প্রশাসনের তদন্তে ১৪ জনের অসিত্ব মিলেনি। অপর ১১ জনের কারো পূর্বপুরুষের বাড়ি ছিল এ উপজেলায় আবার কারো জমি নেই, জাতীয় সনদপত্র রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম গতকাল বুধবার বলেন,আটজন কর্মকর্তা কে দায়িত্ব দিয়ে অভিযুক্ত ২৫ জনের বিষয়ে তদন্ত করে ১৪ জনের স্হায়ী ঠিকানার বিষয়ে কোন অসিত্ব পাওয়া যায় নি। অপর ১১ জনের পূর্ব পুরুষ এই উপজেলার বাসিন্দা বলে প্রমাণ পাওয়া যায়। তাদের মধ্যে কারো নিজস্ব জমি নেই আবার কারো জাতীয় সনদপত্র রয়েছে। কেউ বা দীর্ঘদিন ধরে এ উপজেলায় বসবাস করছেন এমন চিত্র রয়েছে।
এদের বিষয় উল্লেখ করে গতকাল জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখানে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। জগন্নাথপুরের স্থানীয় নাগরিক চাকুরী প্রত্যাশি এম, শামিম আহমদ বলেন, বহিরাগতের কারণে আমরা স্থানীয়রা বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায়্য অধিকার আদায়ে আমরা তাদেরকে বাতিল করতে লিখিত আবেদনসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করছি।
সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি হারুন অর রশীদ বলেন, জগন্নাথপুর উপজেলা থেকে বহিরাগত ২৫ জনের তালিকার অভিযোগ পেয়েছি. তদন্তের জন্য পাঠানো হয়।  তদন্ত প্রতিবেদনের  আলোকে পদক্ষেপ নেওয়া হবে।
Exit mobile version