Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বাঁধের কাজে বাঁধা প্রদানে আটককৃত ব্যক্তি মুছলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাঁধের মাটি কাটার কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এমরান মিয়া নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক
করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
পরে মুছলেকা আদায়ের মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার মোকামের ঢালা নামকস্থানে
নলুয়া হাওর পোন্ডার -১ এর ৫০ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির ( পিআইসি) মাটি কাটার কাজে এমরান হোসেন বাঁধা প্রদান করে। তার বাঁধার মুখে বাঁধের কাজ দুই ঘন্টা বন্ধ করে দেয় পিআইসির সভাপতি ও সম্পাদক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমকে অবহিত করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সরকারী কাজে বাঁধা দেওয়ায় তাকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তির পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মুছলেকা
আদায়ের মাধ্যমে তাকে ছেড়ে দেযা হয়।
অভিযানকালকে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের এসও নাসির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর বর সরকারসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
সরকারী কাজে বাঁধা দেয়ায় তাকে আটক করা হয়। লিখিত মুছলেকা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version