Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বাঁধের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করায় পিআইসিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়সভা

স্টাফ রিপোর্টার :: হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত নদী খালপুন: খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য পিআইসি কমিটির সভাপতিদের সাথে সুনামগঞ্জের জেলা প্রশাসকের এক মতবিনিময়সভা বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী,জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুন্দর আলী প্যানেল মেয়র সফিকুল হক, পিআইসি কমিটির সভাপতি রোকসানা বেগম প্রমুখ সভায় হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত নদী খাল পুন: খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মকর্তা,রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পিআইসি কমিটির সভাপতিসহ২১ জনকে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব। তিনি বলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেশপ্রেম থাকলে যেকোন চ্যালেঞ্জিং কার্যক্রম বাস্তবায়ন করা যায়। তিনি বলেন, সকলের সমন্ধিত প্রচেষ্ঠায় এবার আমরা হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও পিআইসির সাথে সম্পৃক্তদের ধন্যবাদ জানান। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
তারিখ-২৮-০৬-১৮

Exit mobile version