Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বাউলশিল্পীদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে গেলেন ইউএনও পদ্মাসন সিংহ

স্টাফ রিপোর্টার- বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কেমন আছেন জগন্নাথপুর উপজেলার বাউলশিল্পীরা তাঁর খোঁজ খবর নিতে শুরু করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। গতকাল তিনি জগন্নাথপুর উপজেলার খ্যাতনামা বাউলশিল্পী গীতিকার  মখদ্দস আলম উদাসী ও বাউল শিল্পী ছুরত মিয়ার পৌর এলাকার কেশবপুর গ্রামের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ শিল্পীদের হাতে করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেন। এসময় প্রথম আলো জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, ইউএনও কার্যালয়ের নাজির ফয়সল আহমেদ,উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, ছাত্রলীগ নেতা আবু হেনা রনি উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্যারের নির্দেশনা মোতাবেক  করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কটে থাকা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের খোঁজ খবর নেওয়ার অংশ হিসেবে আমাদের বাউল শিল্পীদের খোঁজ খবর নিচ্ছি। গতকাল দুইজন বাউল শিল্পীর বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দিয়েছি।এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাউলশিল্পী মখদ্দুস আলম উদাসী বলেন করোনাকালে তাঁর বাড়িতে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর খোঁজ খবর নেওয়ার তিনি খুশি। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে তাঁর প্রকাশিত দুটি গানের বই উপহার দেন।

Exit mobile version