Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বাড়ির রাস্তার বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলৈতলী গ্রামে বাড়ির রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, অলৈতলী গ্রামের পারভেজ মিয়া ও তার চাচাত্ব ভাই স্বাধীন মিয়ার লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষের উভয়পক্ষের ১৫ জন আহত হন।
এর মধ্যে গুরুত্বর শিপন মিয়া (১৫), রুজিনা বেগম (২৪), মায়া বেগম (৩০), শেলু মিয়া (৫০)কে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত স্বাধীন মিয়া (৪৭),ঊষা বেগম (৩৪), মেহের আলী (২৩), ফুলবানু বিবি (৬০), মোজাফ্ফর মিয়া (৪৫)সহ অন্যান্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার শারমিন আরা আশা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুত্বর জখমি ৪ জনকে সিলেট ওসমানি হাসপাতালে রের্ফাড করা হয়েছে। অপর আহতদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য আলেক উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির রাস্তা নিয়ে নিজ গোষ্টির লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।।

Exit mobile version