Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে জনতার ঢল

স্টাফ রিপোর্টার :: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদান দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে ঢল নেমেছিল জনতার। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন প্রশাসন,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বিজয় দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও ‍উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক,থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সেক্রেটারী সানোয়ার হাসান সুনু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর পক্ষে সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদ নের্তৃত্ব দেন। জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন নের্তৃত্ব দেন।জাতীয় পার্টির পক্ষে সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া নের্তৃত্ব দেন। এছাড়াও জগন্নাথপুর পৌর পরিষদ উদীচি,খেলাঘর,উপজেলা সহকারী শিক্ষক সমিতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন, নবীনলীগ,মৎস্যজীবি লীগ,ছাত্রলীগ,বিদ্যুৎ অফিস, সাবরেজিষ্টার অফিসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধানিবেদন শেষে শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পিরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও উপেজলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধীরেন্দ্র সূত্রধর ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন। এসময় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,সমবায় অফিসার দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মঈন আহমদ,কাআওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার,ফিরোজ আলী, উন্সিলর গিয়াস উ্দ্দিন মুন্না,কাউন্সিলর দেলোয়ার হোসাঈন,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,রুমেন মিয়া,আব্দুল মুকিত,তোহা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version