Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্র্বাচন স্থগিত করায় অভিভাবকবৃন্দ ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বিদ্যালয়ে প্রাঙ্গণে এ কর্মসুচী পালন করা হয়। এতে অভিভাবক কমিটির নেতবৃন্দসহ এলাকার প্রায় তিনশতাধিক নারী পুরুষ অংশ নেন। পরে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত সজুল’র পরিচালনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রৌয়াইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুর রহমান মুশাহিদ,অভিভাবক ভোটার কুরেশ মিয়া, আখলাকুর রহমান, বাচ্চু মিয়া, মাহাবুব হোসেন জীবন, নুর মিয়া, জুয়েল মিয়া, ছালিক মিয়া, আছমা বেগম, বিদ্যালয়ের সাবেক ছাত্র মাহবুব হোসেন মিটু, আব্দুল, ওয়াহাব লকুছ, আশরাফুজ্জামান, মাহতাব হোসেন, তপু দাশ প্রমুখ।
স্থানীয়রা জানান, গত ১৩ জুন রৌয়াইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। গত ২৭ মে বিদ্যালয়ের ভোটার ফিরোজ আলী ও আলী আহমদের নামে প্রিজাইডিং কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমানের নিকট নির্বাচন বাতিলের জন্য আবেদন করা হলে ১১ জুন নির্বাচন স্থগিত করা হয়। তবে ভোটার ফিরোজ আলী জগনন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমের নিকট লিখিতভাবে অভিযোগ করেন, তাঁর সাক্ষর জাল করে নির্বাচন স্থগিত করা হয়। বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবকের অভিযোগ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফলিরের যোগসাজসে দুই ব্যক্তির নামে ভুয়া অভিযোগ করে নির্বাচন স্থগিত করেছেন। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্কীকার করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version