Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে ঈদ বাজারে প্রভাব, অতিষ্ঠ উপজেলাবাসী, দেখার কেউ নেই ?

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত তিনদিন ধরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়্ অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। রাত পোহালেই ঈদুল আযহা।
এলাকাবাসি যখন ঈদ উদযাপনে ব্যস্ত টিকই সময় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ এর লোডশেডিং চলছে। এছাড়া তীব্র গরমের মধ্যে অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্দ গ্রাহকরা।
বুধবার সকাল থেকে শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি। বিকাল সাড়ে তিনটার দিকে চলে যায় বিদ্যুৎ। এরপর থেকে আর বিদুতের দেখা মেলেনি। ঈদের শেষ মুহুর্তে উপজেলাবাসী যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। ঠিক সেই সময়ে ঘন্টার পর বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসী জানান. গত তিন দিন ধরে ভয়াবহ লোডশেডিং চলছে। প্রচন্ড গরম আর ঈদ উদযাপনের সময় দিনভর বিদু্যতের অসহনীয় যন্ত্রনায় জনজীবন বিপর্যস্ত হলেও এসব দেখার যেন কেউ নেই।
গার্মেন্টস ব্যবসায়ী কদ্দুস মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদুতের লোডশেডিংয়ের কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বানিজ্য। গত তিনদিন ধরে টানা ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না।
ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এসব দেখার যেন কেউ নেই।
এব্যাপারে জানতে স্থানীয় বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে মুফোফোনে যোগাযোগ করেও কেউ ফোন রিসিভ করেনি। এমনি অফিসে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

Exit mobile version