Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুতের লোডশেডিং কমাতে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প, সুনামগঞ্জ থেকে বিকল্প সংযোগ আসছে

আলী আহমদ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসির দীর্ঘদিনের বিদ্যুতের সমস্য সমাধানে অচিরেই শুরু হচ্ছে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। এর প্রকল্পের আওতায় নতুন আরেকটি বিদ্যুৎ সাব ষ্টেশন নির্মাণ করা হবে। সুনামগঞ্জ থেকে বিকল্প বিদ্যুতের সংযোগ লাইন আসছে জগন্নাথপুরে। এছাড়াও পুরো বিদ্যুতের লাইন পরিবর্তনসহ বিদ্যুতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে।

আজ সোমবার নতুন সাব ষ্টেশন ভুমি হস্তান্তর করা হয়েছে।

উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয় সুত্র জানায়, প্রবাসি অধ্যুষিত এ উপজেলায় ব্যাপক বিদ্যুৎতের চাহিদা রয়েছে। ঘনঘন লোডশেডিং,বিদ্যুতের লো-ভোল্টেজ কমাতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রকল্প সিলেট জোন এর অধীনে জগন্নাথপুরে শতকোটি প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি ক্ষমতা সম্পন্ন জগন্নাথপুর পৌরএলাকার ইনাতনগরে ৮০ শতাংশ ভূমিতে বিদ্যুতের নতুন আরেকটি সাব স্টেশন নির্মিত হবে। সাব স্টেশন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এবং সুনামগঞ্জ গ্রেড থেকে ৩৩ কেভি আগমনী বিদ্যুতের সংযোগ লাইনসহ অন্যান্য বিদ্যুৎ উন্নয়নে ব্যয় হবে ৭৫ কোটি টাকা। অচিরেই কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্ঠায় শতকোটি টাকার প্রকল্পের আওতায় জগন্নাথপুরে বিদ্যুতের উন্নয়নমূলক কাজ অচিরেই শুরু হবে। তিনি বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জগন্নাথপুর বাসির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্য কেটে যাবে। কমে যাবে বিদ্যুৎ বিভ্রাট। থাকবে না লো-ভোল্টেজ। নিরচ্ছিন্ন বিদ্যুতায়নে সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে সিলেটের বড়ইকান্দি এলাকা থেকে জগন্নাথপুর উপজেলা সদরে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ চালু হয়। পর্যাক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। দিনদিন বাড়তে থাকে বিদ্যুতের গ্রাহক। বর্তমানে ১৮ হাজার গ্রাহক রয়েছে এ উপজেলায়।
গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৯৭ সালের দিকে বিদ্যুতের চরমভবে লো-ভল্টেজ দেখা দেয়। পাশাপাশি লোডশেডিং। ২০১২ সালে সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য বর্তমান পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্ঠায় জগন্নাথপুর উপজেলা সদরের ইকড়ছই এলাকায় ৩৩/১১ কেভি অর্জন সম্পন্ন নতুন বিদ্যুতের সাব ষ্টেশন স্থাপন করা হলে লো ভোল্টেজ থেকে মুক্তিপান উপজেলাবাসি।

Exit mobile version