Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎপরিস্থিতি মোকাবিলায় রাত ৮টায় দোকান বন্ধ রাখতে অভিযান চালানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নামছে প্রশাসন। সোমবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে
সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর,বিদ্যুৎ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী পাবেল আহমেদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়,শিক্ষক সাইফুল ইসলাম, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ
সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাত আট টা থেকে দোকানপাট বন্ধ রাখতে আহ্বান জানানো হয়। অন্যতায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Exit mobile version