Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎ পেল ১ হাজার ৪শত ৪২ পরিবার, অন্ধকার কেটে আলোকিত হওয়ায় খুশি তিনগ্রামের মানুষ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও পাইলগাঁও ইউনিয়নের স্বাধীনবাজার,পাইলগাঁও ও হাড়গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে ৫৭০ পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিক সিদ্দিক আহমদ এর উদ্ধোধন করেন।
বিকেলে স্বাধীন বাজার ৮৭২ পরিবারে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন। বিকেলে স্বাধীন বাজারে এলাকাবাসীর আয়োজনে উন্নয়ন সভা অনুষ্টিত হয়। পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,পল্লী বিদ্যুতের সুনামগঞ্জ কার্যালয়ের এজিএম প্রকৌশলী ইমরুল হাসান, জুনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,স্হানীয় সংসদ সদস্য অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সুজিত কুমার রায়, উপজেলা যুবলীগ সহ সভাপতি মাহবুব হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কলমদর আলী,ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আকলাকুর রহমান, যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী,প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়,ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রমুখ।
এদিকে প্রথমবারের মতো বিদ্যুতের আলোয় আলোকিত তিনগ্রামের মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।
পাইলগাঁও গ্রামের সন্তান সিলেটের গোলাগঞ্জের ঢাকা দক্ষিন ডিগ্রী কলেজের প্রভাষক এরশ্বাদ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর গ্রামের অন্ধকার দেখে আলোর ভুবনে আমরা প্রবেশ করছি। এখবর পেয়ে আজ গ্রামের বাড়িতে এসেছি। বিদ্যুৎ পেয়ে খুশি লাগছে। আিমার মতো গ্রামবাসীও বিদ্যুৎ পেয়ে খুশি।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল তাহিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমবারের মতো বিদ্যুৎ পেয়ে গ্রামজুড়ে লোকজনের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্ঠায় এলাকাবাসী বিদ্যুৎ পেয়েছেন। এজন্য আমরা প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Exit mobile version