Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে বউ শাশুড়ীর মৃত্যুর ঘটনা ঘটছে।
আজ সোমবার বিকেলে নিজ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিড়ে ঘরের গ্রীলে পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। শাশুড়ীর চিৎকার শুনে পুত্র রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস শাশুড়ী কে রক্ষায় এগিয়ে এলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে হন। এসময় পরিবারের লোকজন তাদের কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা বকুল দাস জানান, আমার কাকী ( চাচী) ও তার অন্তঃসত্ত্বা ছেলের বউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলে আমরা তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।সেখানে  কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Exit mobile version