Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিভাগীয় কমিশনার-এসি রুমে বসে মাঠের কাজ করা যায় না

স্টাফ রিপোর্টার::

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নবীন কর্মকর্তাদের কাজ করে যেতে হবে। শার্ট-প্যান্ট পড়ে সাহেব সেঁজে বসে থাকলে চলবে না। স্মাট বাংলাদেশে গড়ে তুলতে আমাদের সবাইবে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, এসি রুমে বসে থেকে দেশেকে এগিয়ে নেওয়া যাবে না। মাঠ গিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এসি রুমে বসে মাঠের কাজ করা যায় না। কর্মকর্তাদের মাঠের কর্মী হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাঁনম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ।
ক্যাপশন: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
Exit mobile version