1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

জগন্নাথপুরে বৃষ্টি না হওয়ায় কমছে পানি, ফিরছে স্বস্তি

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। গত চারদিন ধরে বৃষ্টি না হওয়ায় উপজেলার কুশিয়ারা ও নলজুর নদের পানি কমতে শুরু করেছে। ফলে নিম্নাঞ্চলে পানি নামায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
আজ বুধবার (১১ জুন) সরজমিনে গিয়ে দেখা গেছে, এ উপজেলার কুশিয়ারা ও নলজুরসহ সব কটি নদ-নদীর পানি কমেছে। ফলে নিম্নাঞ্চলে ডুবে যাওয়া রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। সেই সাথে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে পানি বন্দি গ্রামবাসীর মধ্যে।
 উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের ফাহিম হোসেন বলেন, কুশিয়ারা ও নলজুর নদের পানি বেড়ে যাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। গত চারদিন ধরে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। নিম্নাঞ্চল থেকে পানি কমে যাওয়া স্বস্তি প্রকাশ করেন তিনি।
 পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, বৃষ্টি না হওয়ায় বসতবাড়ির উঠান থেকে পানি নামতে শুরু করেছে। তবে রাস্তাঘাটে এখনও পানি রয়েছে; অনেক এলাকায় যানচলাচলও বন্ধ রয়েছে।
 জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, নদ-নদীর পানি কমছে। বৃষ্টি না হলে পানি আরো কমবে। সার্বিক অবস্থার উপর আমাদের নজর রয়েছে।
 উল্লেখ্য, গত ২ জুন উজান থেনে নেমে আসা ঢলে ও টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ফলে বিভিন্ন হাট-বাজারে হাঁটুপানি জমে যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com