Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বৃস্টি উপেক্ষা করে ঈদ বাজারে ক্রেতাদের ঢল

জগন্নাথপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদ বাজারে উপচে পড়া ভীর
স্টাফ রিপোর্টার:: প্রবাসি অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর বৃষ্টি উপেক্ষা করে চলছে ঈদের বেচাকেনা।
আজ মঙ্লবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পুরান বাজার ও পৌরশহরের বিভিন্ন বিপনী বিতানে সকাল থেকে নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের প্রচন্ড ভীর দেখা গেছে। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়ায় বৃষ্টির মধ্যও ঈদ বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল।
ক্রেতা ও বিক্রেতার সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে ঈদ বাজারে কেনাচেনার ধুম পড়েছে। গত দুই বছর ফসলডুবির কারনে ঈদ বাজার কিছুটা মন্দা থাকলেও এবারের ঈদ আগে-ভাগেই বেচাকেনা শুরু হয়েছে অন্য বছরের তুলনায়।
ফজুল মিয়া নামে ঈদ বাজারে আসা এক ক্রেতা জানান, আর মাত্র চার/পাঁচ দিন বাকী আছে ঈদুল-উল ফেতরের। অন্যান্য ঝামলার কারনে ঈদ বাজারে পরিবার পরিজনের জন্য নতুন জাপা কাপর কিনতে পারেনি। তাই আজ বাজারে এসেছি। তবে এখনও কিনতে পারেনি। এই ঈদে দামদর বেশি বলে তিনি জানিয়েছেন।
মতিন মিয়া নামে আরেক ক্রেতা জানান, নতুন জামা-কাপড় না হলেও ঈদের আনন্দই যে মলিন হয়ে যায়। তাইত্ব বৃষ্টির মধ্যে ঈদ বাজার অন্য দোকান থেকে অন্য দোকানে চাহিদা অনুয়ায়ী কাপড়-ছুপর কিনতে ঘুরছি।
শহরের সালমান ফ্যাশনের স্বত্ত্বাধিকার ফয়জুল ইসলাম বলেন, টানা দুই বছর আমাদের এলাকায় মানুষের গোলায় ফসল উঠেনি। এবছর হাওরে বাস্পার ফলনের কারনে মানুষর অভাবটা অনেকটায় লাঘব হয়েছে। বাস্পার ফসল আর প্রবাসীদের আর্থিক সহযোগিতায় জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। বেচাবিক্রিই ভালই হচ্ছে।
এপেক্স গ্যালারির পরিচালক মির্জা জুবায়ের জামান বলেন, শেষ মুর্হুতে শেষে ঈদের কেনাচেনা ভালই হচ্ছে।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন বলেন, বৃষ্টির উপেক্ষা করেও ঈদ বাজার মানুষের উপচেপড়া ভীর দেখা যাচ্ছে। এবারের ঈদে ব্যবসায়ীদের ভালো ক্রয়বিক্রয় হচ্ছে।

Exit mobile version