Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বৃহস্পতিবার থেকে ‘হার্ডলাইনে’ মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সুনামগঞ্জের জগন্নাথপুরে কাল বৃহস্পতিবার থেকে হার্ডলাইনে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করলে এবং স্বাস্হ্যবিধি না মেনে বাহিরে বের হলে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বুধবার রাতে এ সংক্রান্ত একটি পোষ্ট ‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক ফেইজে আপলোড করা হয়েছে। পোষ্টটি লেখা হয়, ‘আগামী কাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে থাকবে। সরকারের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’।

এ প্রসঙ্গে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, মরনব্যাপি করোনার সংক্রমন প্রতিরোধে একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। অযথা বাহিরে ঘোরাঘুরি করলে কিংবা আড্ডারত অবস্থায় কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করে বের হলেও ব্যবস্থা নেয়া হবে। কাল থেকে আমাদের সেনা সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে মাঠে থাকবে।

Exit mobile version