Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বেড়ি বাঁধ কেটে মাছ ধরার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাঁধ কেটে মাছ শিকার অভিযোগে সমছু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।
আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম এই রায় দেন।
জানা যায়, জগন্নাথপুরের সবর্বৃহৎ নলুয়ার হাওরের হালেয়া টংগর নামক স্থানে ১১ নং বেড়িবাঁধ কেটে মাছ শিকার করে আসছিলেন নলুয়া হাওয়ারের তীরবর্হী দিরাই উপজেলার টংগর গ্রামের সমছু মিয়া। স্থানীয়রা মাছ ধরতে তাকে বাঁধা দিলে তখন তিনি জানান, জগন্নাথপুরের ইউএনওর নিকট থেকে অনুমতি নিয়ে তিনি মাছ ধরছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ ভ্রাভ্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাধ কেটে মাছ ধরার অভিযোগে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজুল আলম মাসুম খবরের সত্যতা নিশিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিত ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে জানান,সাজাপ্রাপ্ত ব্যক্তি কে আজ সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো  হয়েছে।
Exit mobile version