Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বেড়িবাঁধ বাস্তবায়ন কমিটির প্রথমসভা, ২কোটি টাকা ব্যয় ৫২টি প্রকল্পে সংস্কার নির্মাণের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত কাজ বাস্তবায়নকারী উপজেলা কমিটির প্রথম সভা আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী, নাছির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলিছুর রহমান প্রমুখ
সভায় দুই কোটি টাকা ব্যয়ে ৫২টি প্রকল্পের মাধ্যমে এবার জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বেড়িবাঁধ সংস্কার/নির্মাণ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

 

Exit mobile version