Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বৈশাখের প্রথম প্রভাতে কাল বৈখাশী ঝড়

স্টাফ রিপোর্টার:: নববর্ষের প্রথম দিনেই জগন্নাথপুরে হুমকি ছিল কাল বৈশাখী ঝড়ের। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ওপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। তবে ঝড়টি স্থানীয় কম ছিল। এ সময় জগন্নাথপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য বৈশাখী মাস প্রবেশের আগেই ৪/৫টি ঝড়-তুফানে বয়ে গেছে উপজেলার ওপর দিয়ে। এবার বৈশাখ মাসের পূর্বেই ঝড়-তুফান হওয়ায় স্থানীয়রা শঙ্কায় রয়েছেন ঝড়-তুফানের।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার কাল বৈশাখীর দাপট একটু আগেই শুরু হয়েছে। ফলে বৈশাখের প্রথম প্রহরে ঝড়বৃষ্টি হওয়ায় শঙ্কাটা যেন আরও বেড়েছে। এবছর হাওর থেকে পানি নামতে বিঘিœত হওয়ায় বোরো ফসল পাকতে দেরি হয়েছে। এখন হাওরে পাকা ধান কাটার উৎসব শুরু হয়েছে। ফসল গোলায় তুলতে কৃষকদের পুরো বৈশাখ মাসেই থাকতে পারে। ভালোয় ভালোয় যাতে কৃষকরা তাদের কষ্ঠের ফসল ঘরে তোলতে পারেন ¯সষ্টার নিটক এই প্রার্থনাই করছি।

Exit mobile version