Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব পালিত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব কর্মসুচি পালিত হয়েছে।

রোববার  দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন, কৃষি ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে

উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের হোমরার হাওরে ধান কাটার আধুনিক  মেশিন  কম্বাইনহারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন উৎসব পালিত হয়েছে।

এ কর্মসুচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্নাব সভাপতি শংকর রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহ, কৃষি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন শীলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরর্গ ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,  কম্বাইনহারভেস্টার যন্ত্রের মাধ্যমে দ্রুত কাট কাটতে পারবেন কৃষকরা। শ্রমিক সংকট দুরকরনে এ যন্ত্রটির কৃষকদের মধ্যে খুবই সহায়ক।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,  পাকা ফসল দ্রূত কাটার জন্য কৃষকদের আহবান জানাচ্ছি।কৃষকদের সহায়তায় আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি।

Exit mobile version