Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের
আটঘর ক্রীড়া ও উন্নয়ন ব্যাডমিন্টন টুনামেন্টের
ফাইনাল খেলা পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত ২ টার দিকে স্থানীয় আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় তুহিন টাইগার্স ২ এর শাহেদ ও রাজু জুটিকে হারিয়ে বাংলাদেশ জুনিয়র চ্যাম্পিয়ান দলের গালীব উল্লাহ ও আম্মার জুটি শিরোপা জিতে দেয়।

এ উপলক্ষে আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সভাপতি লিতু খানের সভাপতিত্বে
ও সংস্থার সহ ক্রীড়া সম্পাদক আফজল খানের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন
বিশেষ অতিথি বক্তব্য দেন ক্রীড়ানুরাগী রুফু খান, যুক্তরাজ্য প্রবাসী সংগঠনের আজীবন সদস্য উত্তম খান, রফিক উদ্দিন,সংগঠনের সাধারণ সম্পাদক এম এম সুলতান মিয়া,খ্যাতিমান সিনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় লুকু খান,তরুন উদিয়মান খেলোয়াড় বাংলাদেশ জুনিয়র চ্যাম্পিয়ন আম্মার!
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিব খান,ছুফু খান,নাহিদ খান,জাহান খান,হোসেন মিয়া,যুক্তরাষ্ট্র প্রবাসী টুনামেন্টের প্রথম পুরুস্কার দাতা মারুফ খান, সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় হুমায়ন মিয়া,যুক্তরাজ্য প্রবাসী জামাল মিয়া,মিরপুর স্বাদ এন্ড কোং পরিচালক ফয়ছল আহমদ,বিশ্বনাথ জে আর স্পোর্টসের পরিচালক জুয়েল আহমদ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোসেদ খান,সহ সভাপতি শিপু খান,যুগ্ন সম্পাদক রুকন খান(শিশু) সাংগঠনিক সম্পাদক রিপন খান, স স সহ সাংগঠনিক সম্পাদক আকমল খান, কোষাধ্যক্ষ হাসানুর রহমান খান,সহ কোষাধ্যক্ষ রুমান খান,দপ্তর সম্পাদক ছাদিক আলী,সহ রুবেল মিয়া সমাজ সেবা সম্পাদক রফি খান,প্রচার সম্পাদক শাহাবুদ্দিন খান,সহ প্রচার মুমাদ খান,ত্রান ও দূর্যোগ সম্পাদক মারুফ খান,সহ তথ্য ও গবেষণা সম্পাদক রাজিদ খান,সহ ধর্ম বিষয় সম্পাদক তোফায়েল খান,কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় নুর হোসেন,হাছন ফাতেমাপুরে রাসেদ,সিনিয়র সদস্য কুকন মিয়া,সাজুর খান,সফি খান,কামরান খান,মুরাদ খান,মুহাদ খান,উজ্জ্বল মিয়া,রায়হান মিয়া,রেজাউল খান,সালমান খান,আরমান খান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version