Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ব্যাপক ভক্তসমাগনের মধ্যদিয়ে ৬৪ মোহান্তের ভোগরাগ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো বিশ্বশান্তি কল্যাণে গৌর একাত্মতা যজ্ঞযাত্রা উপলক্ষে ৬৪ মোহান্তের ভোগরাগ ব্যাপক ভক্ত সমাগনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় বৃহস্পতিবার থেকে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা সমবেত হতে থাকেন। দুপুরে পূর্ণ্যার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গন। ৬৪ মোহন্তের ভোগরাগ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা উপস্থিত হন। সন্ধ্যা পর্যন্ত চলে মহা প্রসাদ বিতরণ। সমাপনী দিনে মঙ্গল আরতি,জপ যজ্ঞ,শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ,৬৪ মোহান্তের ভোগরাগ ও আরতি, মহাপ্রসাদ বিতরন কর্মসূচী পালিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দেব,সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দেব, সহ-সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রণব কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক বিভাস দে,অমিত দেব,পৌর পূজা উদযাপনের সভাপতি প্রদীপ সূত্রধর, সেক্রেটারী হীরা মোহন দেব, দেবাশীষ তালুকদার, প্রদীপ দে, কাজল বণিক, অরূপ সরকার, কল্যাণ কান্তি রায় সানীসহ হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পিযুষ রায় কালা বলেন, জগন্নাথপুরে এই প্রথমবারের মতো গৌর একাত্মতা যজ্ঞযাত্রা অনুষ্ঠান ও ৬৪ মোহান্তের ভোগরাগ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীয্যর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। উৎসবে সনাতন ধর্মালম্বীদের মিলনমেলায় পরিণত হয়। তিনি জানান, সিলেট বিভাগের দ্বিতীয়তম এ অনুষ্ঠানে বিশ্বশান্তি কল্যাণে গৌর একাত্মতা ও যজ্ঞযাত্রার মাধ্যমে ৬৪ মোহান্তের ভোগরাগ সম্পন্ন হয়।

Exit mobile version