Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভাইরাস জ্বর প্রায় ঘরে ঘরে, প্রতিদিন আক্রান্ত সংখ্যা বাড়ছেই

সুনামগঞ্জের জগন্নাথপুরে জ্বর-সর্দি-নিউনিয়ার মারাত্মক আকারে প্রার্দুভাব দেখা দিয়েছে। প্রতিদিন এসব রোগে আক্রান্ত অর্ধশত রোগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত ৪১জন রোগি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন। এরমধ্যে জ্বর আর নিউমোনিয় আক্রান্ত ১৭ জন শিশু রয়েছে। অপর রোগিরা বিভিন্ন বয়সের নারী পুরুষ রয়েছেন। । এছাড়াও জগন্নাথপুরের বিভিন্ন হাটবাজারের ঔষধের দোকানগুলোতে রোগিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা যায়, প্রায় একমাস ধরে প্রতিদিন জ্বর-সর্দি-নিউমোনিয়  আক্রান্ত হয়ে ৩০ থেকে ৪০ জন রোগি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এসব রোগের মধ্যে জ্বর এবং নিউমোনিয়ায শিশুরা বেশি আক্রান্ত।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসা জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর এলাকার আফছর উদ্দিন বলেন, গত শুক্রবার থেকে আমার সাড়ে পাঁচমাসের শিশু কন্যা আলিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রথমে মনে করেছিলাম জ্বর হবে। আজ স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক জানান, শিশুটি নিউনিয়ায় আক্রান্ত। তাই তাকে ভর্তি করা হয়েছে।
উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের সুরাই বিশ্বাস বলেন, তার দুইবছরের শিশু স্বপ্নিল বিশ্বাস দুই দিন ধরে জ্বরে ভুগছিল। তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারসহ উপজেলার বিভিনন্ন হাটবাজারের ফার্মেসীগুলোতে জ্বর-সর্দির রোগিদের ভিড় পরিলক্ষিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,গরমজনিত ভাইরাস জ্বর-সর্দি কাশি নিউমোনিয়ার প্রার্দুভাব গত একমাস ধরে দেখা দিয়েছে। প্রতিদিনই শিশুসহ বিভিন্ন বয়সের রোগিরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। গতকাল ৪১জন রোগি ভর্তি হয়েছেন।  এরমধ্যে শিশু সংখ্যা ১৭জন। তিনি বলেন, ভাইরাস রোগের মধ্যে বেশি শিশুরাই আক্রান্ত ।

Exit mobile version