Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভাবীর বিরুদ্ধে দেবরের জায়গা দখল ও মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের রুপসপুর গ্রামের উস্তার আলী নামে এক ব্যক্তি তার চাচাত্বো ভাইয়ের বউ (ভাবীর) বিরুদ্ধে ১৩ শতক জায়গা দখল ও তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করেছেন। তিনি সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করেন তিলক মৌজার,১২১ নং জেএলস্থিত ৫০৬৪ নং দাগের ২৬ শতক জায়গার মধ্যে মৌরসী সত্তে ১৩ শতক জায়গার মালিক তিনি। উক্ত জায়গা চাচাত্বো ভাইয়ের বউ হাজেরা বিবি দখল করে নেন। ২০১০ সালে তিনি লন্ডন থেকে দেশে আসলে আমি উক্ত জায়গার বিষয়ে বললে তিনি ওই জায়গার বদলে পুরাতন বাড়িতে বসবাস করতে বলেন। সেই থেকে আমি পুরাতন বাড়িতে বসবাস করছি। গত এপ্রিল মাসে তিনি পুনরায় দেশে এসে আমাকে পুরাতন বাড়ি ছেড়ে দিতে চাপ দেন। তখন আমি ১৩ শতক জায়গার কথা বললে তার ভাগ্না ছোটন মিয়া গং জায়গা না ছাড়লে টাকার জোর আছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। এরপরই আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। জগন্নাথপুর থানার এস.আই সাইফুল চুরির মামলার মিথ্যা অভিযোগে আমার ছেলে ইকরাম উদ্দিনকে ধরে নিয়ে যায়। এ মামলার জেল থেকে জামিনে বের হলেও পুলিশ আবারও তাকে গ্রেফতার করার হুমকি দেয়। প্রতিপক্ষ হাজেরা বিবি অত্যন্ত প্রভাবশালী ও ধনী হওয়ায় টাকার জোরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে। তিনি এসব মিথ্যা মামলা থেকে পরিত্রান পাওয়ার জন্য ডিআইজির সুদৃষ্টি কামণা করেন।

Exit mobile version