Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভারতীয় এক হাজার কেজি পেঁয়াজসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় ২৫ বস্তা পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাক গাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় আজ শুক্রবার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ওই ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যবসায়ী হলেন, হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে শংকর রায় (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাকটি আটক করা হয়। ওই ট্রাকে ২৫টি বস্তায় এক হাজার কেজি পেঁয়াজ ছিল।

পরে ওই পেঁয়াজের মালিক শংকরকে গ্রেপ্তার করা হয়। শংকর দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। এরআগে তাকে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার করা হয়।#

Exit mobile version