Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভারি বর্ষন উপেক্ষা করে লাইলাতুল কদরের রাতে ধর্মপ্রাণ মুসলানদের মসজিদে মসজিদে ঢল

স্টাফ রিপোর্টার:: পবিত্র লাইলাতুল কদরের রাতে ইবাদত- বন্দেগীর জন্য জগন্নাথপুরে ভারি বর্ষন উপেক্ষা করে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।
আজ মঙ্গলবার বিকাল থেকে থেমে থেমে বৃস্টিপাত হয়। ইফতারের পর ও এশার নামাজের আগ মুহুর্তে টানা বৃস্টি শুরু হয়।
পবিত্র লাইলাতুল কদরের বরকতময় এই রাতে এশার আজানের পর পর বৃস্টি উপেক্ষা করে মসজিদ প্রানে ছুঠেন মুসলমানগন।
জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, হাজার বছরের শ্রেষ্ট রাত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এই রাতে আল্লাহপাক তাঁর বান্দাদের জন্য রহমত বরকত অপূর্ণত্ব দান করেন। আল্লাহপাকের দিদারের আশায় ধর্মপ্রাণ মুসলমানগন নিজের জীবনের গুনা মাফ চেয়ে জাহান্নামের আজাব থেকে মুক্তির কামনা করে দেশ ও জাতির কল্যান প্রত্যাশা করে মোনাজাত করছেন।
এছাড়া আজ থেকে খতমে তারাবির নামাজ শেষ হবে।

Exit mobile version