1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ভিক্ষুকদের মধ্যে ঠেলাগাড়ী বিতরণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ভিক্ষুকদের মধ্যে ঠেলাগাড়ী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৭৯৩ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 আজ বৃহস্পতিবার জগন্নাথপুরের পাঁচজন ভিক্ষুককে বিকল্প কর্মস্থাপনের জন্য পাঁচটি টেলাগাড়ি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) মাহফুজুল আলম
মাসুমের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে একসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ। ঠেলাগাড়ি প্রাপ্তরা হলেন, জগন্নাথপুর পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার ভিক্ষুক হুনেরা বেগম, পূর্ব ভবানিপুর এলাকার ক্ষেত্র সরকার, পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের ভিক্ষুক জমসেদ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের লাল বিবি ও পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর গ্রামের কমলা বিবি। ভিক্ষুক ক্ষেত্র সরকার  বলেন,কর্মসংস্থাপনের জন্য টেলাগাড়ি পেয়েছি। এ গাড়িতে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থও দেয়া হবে। আজ থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলাম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে আমরা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে গতকাল ৫টি টেলাগাড়ি ৫জন ভিক্ষুককে দেওয়া হয়েছে। এতে এক লাখ টাকা ব্যয় হয়েছে। টেলাগাড়িতে ব্যবসা পরিচালনা করার জন্য প্রত্যেককে চার হাজার টাকা করে দেয়া হবে। তাদেরকে সর্বাক্ষনিক তদারকি করা হবে। এধরনের কায়ক্রম পর্যাক্রমে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com