Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভিক্ষুকদের মধ্যে পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বাঙ্গালী এখন আর ভিক্ষুকের জাতি নয়। শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ সমৃদ্বশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাই সরকার দেশকে ভিক্ষুকমুক্ত করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার চারজন ভিক্ষুকদেরকে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ছাগল বিতরণকালে উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে ছাগল বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাস, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী অজিত চন্দ্র দে, সমাজসেবা অফিসের প্রধান সহকারী সুব্রত তালুকদার, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব।

পরে কালা মিয়া,আব্দুল গনি,দুলাল মিয়া, ও ছায়া বেগম নামের চারজন ভিক্ষুককে পুর্নবাসনের জন্য ছয়টি করে ছাগল প্রদান করা হয়।

Exit mobile version