Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভিজিডি’র তালিকা থেকে তিন মেম্বারের নাম প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিজিডি’র তালিকা থেকে তিন ইউপি সদস্যকে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে পৃথক তিনটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৯-২০২০ অর্থবছরের ভিজিডি তালিকা প্রনয়নের জন্য কলকলিয়া ইউনিয়ন পরিষদে একটি পত্র প্রেরণ করা হয়। ওই ভিজিডি’র তালিকা প্রনয়ন থেকে ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন, ২নং ওয়ার্ডের লিয়াকত হোসেন ও ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জুবিলী বেগমের নাম বাদ দিয়ে চেয়ারম্যান ও সদস্য সচিব তাদের পছন্দের লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন।

ইউসি সদস্য ইকবাল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নীতিমালা অনুয়ায়ী ভিজিডির তালিয়া প্রনয়নে আমাদের নাম উল্লেখ করেছে। কিন্তু পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত বিরোধের কারনে তালিকা থেকে আমাদের নাম প্রত্যাহার করে চেয়ারম্যানের পছন্দের লোকজনের নাম অর্ন্তভুক্ত করেছেন। এতে করে আমাদের ওয়ার্ডের দরিদ্র জনগোষ্টি সরকারী সুযোগ সুবিদা থেকে বঞ্চিত হবেন।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিষদের কমিটির নেতৃবৃন্দের সিন্ধান্ত অনুয়ারী ভিজিডি’র তালিকা করা হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করব।

Exit mobile version