Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধে জের মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার:: ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া ও একই গ্রামের বাসিন্দা আপন চাচাত্বো ভাই ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছেও এখন একপক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মিথ্যা ফৌজদারী মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন। অতি সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার পক্ষে চাচাত্বো ভাই আরশ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি কাল্পনিক অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ফারুক মিয়ার পক্ষে সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে মিথ্যা মামলার বিষয়ে একটি লিখিত আবেদন করেছেন। জানা গেছে, ফারুক মিয়া ও জিলু মিয়া সর্ম্পকে চাচাত্বো ভাই। ভূমি সংক্রান্ত বাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে মনোমান্যলতা চলছে। এক পর্যায়ে ফারুক মিয়া বাদী হয়ে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। অপরদিকে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মিথ্যা ফৌজদারী মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন। অতি সম্প্রতি জিলু মিয়ার পক্ষে আরশ মিয়া বাদী হয়ে ফারুক মিয়া সহ ৮জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে লুটপাট,ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত না করেই মামলা হিসেবে রের্কডভূক্ত করে। ফারুক মিয়া জানান, আমাদের মধ্যে ভূমি সংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে। তাই বলে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করায় আমরা উদ্বিগ্ন। আমরা সুষ্ঠ তদন্ত পূর্বক মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। তিনি বলেন, এর আগে জিলু মিয়ার পক্ষে আরো দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। দুটি মামলা জগন্নাথপুর থানা থেকে চুড়ান্ত ফাইনাল রির্পোট যায়।

Exit mobile version