Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভোটকেন্দ্রে শিক্ষকদের ওপর হামলার ঘটনার বিচার দাবীতে শিক্ষক সমিতির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং অফিসারের ওপর বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার বিকেলে শিক্ষক সমিতির প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে দেখা করে স্মারকলিপি দিয়ে এ দাবী জানান। স্মারকলিপিতে শিক্ষক নেতারা উল্লেখ করেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৬৬নং বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফল ঘোষনার পরপরই এলাকার কতিপয় সন্ত্রাসী কেন্দ্রের কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে প্রিজাইডিং অফিসার অরুণ কান্তি তালুকদার,সহকারী প্রিজাইডিং অফিসার ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাজ উদ্দিন আহমদ,এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিউর রহমান গুরুতর আহত করে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুন্নে লক্ষ্যে ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত ও আহত শিক্ষকদ্বয়কে সরকারী খরচে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শিক্ষক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজের আলী,মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রেজওয়ান আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম পারভেজ,সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম বদরুজ্জামান, নয়াবন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ চৌধুরী, রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম মিয়া, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র দাশ,এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউর রহমান,কৃপেন্দ্র রঞ্জন দে,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালিক খান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম,শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম হোসেন খান,পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন খান প্রমুখ।

Exit mobile version