Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের ইফতার মাহফিল

কামরুল ইসলাম মাহি::রমজান মাস কুরআন নাযিলের মাস। এ মাস আত্নার পরিশুদ্বির মাস, তাকওয়া অর্জনের মাস। কাজেই এই মাসে আল্লাহকে ভয় ও ইবাদত বন্দেগী করা প্রত্যাক মুসলিমদের জন্য জরুরী।আজ ১১জুন (১৫ই রমদ্বান) রোজ বরিবার স্থানীয় সায়েক গং কমিনিউটি সেন্টারে অনুষ্টিত জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের শিক্ষা ও সাংস্কৃতিক মুলক সংগঠন মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে পবিত্র মাহে রমদ্বান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মজিদপুর গ্রামের প্রবীণ মুরুব্বী জনাব খাতিক উল্লার সভাপত্বিতে ট্রাষ্টের সাধারণ সম্পাদক রিজু আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন লতিফিয়া হিফজুল কোরান বোর্ড জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক কবি এম এ আসাদ চৌধুরী, আল-ইসলাহ নেতা মাওলানা আরশ আলী, কলকলিয়া ইউপি যুবলীগ নেতা সোহেল আহমদ, শিপন আহমদ, আওয়ামীলীগ নেতা ফজর আলী, কদ্দুছ মিয়া, মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ট্রাষ্টের উপদেষ্টা সিরাজ মিয়া, মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের উপদেষ্টা মুহিবুর রহমান সুফি, ফটিক মিয়া, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুদ মিয়া, বর্তমান সভাপতি হাফিজ সাজ্জাদুর রহমান, প্রতিষ্ঠাতা সেক্রেটারী এমদাদুর রহমান সুমন, সাংবাদিক কামরুল ইসলাম মাহি।

ক্বারী শিহাব উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমের অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যানদের উপস্তিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, ট্রাষ্টের সিনিয়র সদস্য ওলিউর রহমান সামি,আখলুছ মিয়া মাহিন, সোহেল আহমদ, সহ-সভাপতি মিজানুর রহমান, করিম মিয়া, মাহবুবুর রহমান, যুগ্ন-সাধারণ রুমন মিয়া, সাংগঠনিক তমজিদুর রহমান, রাজু আহমদ, অর্থ সম্পাদক অজয় চন্দ্র, তথ্য প্রযুক্তি সম্পাদক সদরুল ইসলাম রাজু, ধর্ম সম্পাদক রাজেল আহমদ,কবির আহমদ, সৈয়দ আহমদ, আক্তার হোসেন, মারজুম আহমদ রাজ, জুবেল মাহমুদ, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যান সংস্থার সাবেক সেক্রেটারী কাওছারুল ইসলাম মাজেদ, সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ তোফায়েল, আলী হায়দার, ক্বারী তখলিছুর রহমান তুহিন, সেজু মিয়া,রুবেল প্রমুখ।

Exit mobile version